• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

সাকিবের পাঁচ উইকেট, বড় জয়ের পথে বাংলাদেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৫:৪০ পিএম
সাকিবের পাঁচ উইকেট, বড় জয়ের পথে বাংলাদেশ
ছবি: ওয়ালটন

লিটনের তাণ্ডবের পর সাকিব ও হৃদয়ের ক্যামিওতে ২০২ রানের পাহাড়সম সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে সাকিব আল হাসানের তোপের মুখে পড়েছে আয়ারল্যান্ড। ৪৩ রানেই ছয় উইকেট হারিয়ে দলটি বড় হারের শঙ্কায় রয়েছে এখন।

লক্ষ্য ডিফেন্ড করতে নেমে প্রথম বলেই উইকেটের দেখা পায় বাংলাদেশ।  আইরিশ অধিনায়ক পল স্টার্লিংকে লিটন কুমার দাসের উড়ন্ত ক্যাচ বানিয়ে ফেরান লিটন। ক্যাচ দেখে মনে হচ্ছিল লিটন যেন এদিন কোনো সুপার পাওয়ার নিয়েই মাঠে নেমেছেন।

দ্বিতীয় ওভারের প্রথম বলে আবারও উইকেট শিকারের আনন্দে মাতে টাইগাররা। এবার অধিনায়ক সাকিব নিজে ফিরিয়ে দেন লরকান টকারকে। দলীয় সাত রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আইরিশরা।

নাসুম আহমেদের করা তৃতীয় ওভারে দুই ছক্কা হাঁকিয়ে শুরুর চাপ উধাও করে দেওয়ার ইঙ্গিত দিয়েছলেন হ্যারি টেক্টর। তবে দলীয়ু ২৬ রানে আরেক ওপেনার মার্ক অ্যাডায়ারকে সাকিব ফিরিয়ে দিলে আবারও চাপে পড়ে আইরিশিরা।

এরপর পাঁচ নম্বরে নামা মার্ক ডেলানি ব্যটিংয়ে এসেই সাকিবকে ছক্কা হাঁকান। তবে এক বলের ব্যবধানে তাকেও লিটনের ক্যাচ বানিয়ে ফিরিয়ে দেন সাকিব। সাকিবের তোপে পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৩২ রানেই চার উইকেট হারিয়ে খাঁদের কিনারায় চলে যায় দলটি।

তবে একপাশে আসা-যাওয়ার মিছিল চললেও অন্যপ্রান্তে লড়াই করার চেষ্টা করেছেন টেক্টর। তবে সাকিবের দাপটে অন্য কোনো আইরিশ ব্যাটাররা তাকে সঙ্গই দিতে পারেননি। নিজের তৃতীয় ওভার করতে এসে জর্জ ডকরেলকে ফিরিয়ে চতুর্থ শিকার করেন সাকিব।

দুই বলের ব্যবধানে আইরিশদের শেষ ভরসা টেক্টরের উইকেটও উপড়ে ফেলেন সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছয় ওভার শেষে ছয় উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ৪৩ রানে। ১১ ওভারে জয়ের জন্য এখনও তাদের প্রয়োজন ১৬০ রান, আর বাংলাদেশের প্রয়োজন চার উইকেট।  

Link copied!