• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ভিনিসিয়াসের নেতৃত্বে ফিফার বর্ণবাদবিরোধী কমিটি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ০৬:৫৩ পিএম
ভিনিসিয়াসের নেতৃত্বে ফিফার বর্ণবাদবিরোধী কমিটি

স্পেনে বার বার বর্ণবাদের শিকার হচ্ছিলেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। এবার বর্ণবাদে জড়িতদের শাস্তির জন্য কমিটি গঠন করেছে ফিফা। আর এ কমিটির নেতৃত্ব দেবেন ভিনি।

চলতি মৌসুমে ১০ বার বর্ণবাদের শিকার হয়েছেন এই ব্রাজিলিয়ান। গত মে মাসে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলায় সময় স্বাগতিক সমর্থকদের বর্ণবাদী মন্তব্যের শিকার হন ভিনি। খেলার মাঠে সমর্থকদের এমন  আচরণে ভিনির পক্ষে সমর্থন জানিয়েছিলেন ফুটবল বিশ্বের তারকা ও সমর্থকরা।

বর্ণবাদবিরোধী অভিযানের অংশ হিসেবে আগামী শনিবার (১৭ জুন) বার্সেলোনায় গিনির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল দল।

ব্রাজিলের এই ম্যাচের আগে ভিনিসিয়াস ও ব্রাজিল দলের সঙ্গে আলোচনায় বসেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তিনি সাংবাদিকদের জানান, বর্ণবাদ আর ফুটবল একসঙ্গে হতে পারে না। যখনই মাঠে কেউ বর্ণবাদের শিকার হবে তখনই খেলা বন্ধ করতে হবে।

বর্ণবাদ বিষয়ে ইনফান্তিনো আরও জানান, বর্ণবাদবিরোধী এই সংগঠনের নেতৃত্বে থাকবে ভিনিসিয়াস , তার দল বর্ণবাদীদের শাস্তির কথা জানাবে। এরপর বিশ্বের সব ফুটবল কর্তৃপক্ষ তা প্রয়োগ করবে। 
 
 

Link copied!