• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

অ্যাশেজ সিরিজের জন্য ইংলিশ দল ঘোষণা, সুযোগ পেয়েছেন টাং


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩, ২০২৩, ০৯:১১ পিএম
অ্যাশেজ সিরিজের জন্য ইংলিশ দল ঘোষণা, সুযোগ পেয়েছেন টাং

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অভিষিক্ত হন ইংলিশ পেসার জশ টাং। টেস্টের প্রথম ইনিংসে উইকেট শূন্য থাকলে দ্বিতীয় ইনিংসে  তুলে নেন পাঁচ ইউকেট। অভিষেকে নজর কেড়েছেন এই পেসার। সেই সুবাদে অ্যাশেজ সিরিজে দুই টেস্টের জন্য দলে ডাক পেয়েছেন।

দলে ফিরেছেন চোট কাটিয়ে ওঠা জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসন। পরিবারকে সময় দেওয়ার জন্য ছুটি নেওয়া মার্ক উডও  দলভুক্ত হয়েছেন। অলরাউন্ডার ক্রিস ওকস আছেন ১৬ জনের দলে।

অ্যাশেজ শুরু হবে ১৬ জুন। ১৩ জুন থেকে অনুশীলন শুরু করবে ইংলিশরা। ২ টেস্টের জন্য এই দল ঘোষণা করা হয়েছে। 

অ্যাশেজের জন্য ইংল্যান্ড দল:
বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ম্যাথু পটস, ওলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস, মার্ক উডস।

Link copied!