• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

এবার হারতে হারতে ড্র ইংল্যান্ডের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪, ০২:২৮ পিএম
এবার হারতে হারতে ড্র ইংল্যান্ডের
শেষ মুহূর্তে গোল করে ম্যাচে সমতা আনেন বেলিংহাম। ছবি : সংগৃহীত

আবারও ফুটবলে জয়বঞ্চিত ইংল্যান্ড। আগের ম্যাচে ব্রাজিলের কাছে পরাজয়ের পর এবার বেলজিয়ামের বিপক্ষে হারতে হারতে ড্র করেছে ইংলিশরা। 

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে শেষ মুহূর্তে জুড বেলিংহামের গোলে বেলজিয়ামকে রুখে দিয়েছে ইংল্যান্ড। জোড়া গোল করেও বেলজিয়ামকে জেতাতে পারেননি ইউরি তিলিমানস।

মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ১১ মিনিটে গোল হজম করে পিছিয়ে ইংল্যান্ড। তবে সমতায় ফিরতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইংলিশদের। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান অভিষিক্ত ফুটবলার ইভান টনি।

এরপর ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে ফের এগিয়ে দেন তিলিমানস। পিছিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দারুণ কিছু আক্রমণ করে ইংল্যান্ড। বল নিয়ে গোলের কাছাকাছি গিয়েও সফল হতে পারেননি বেলিংহাম ও ফিল ফোডেন। তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল বেলজিয়ামের রক্ষণভাগ।

অবশেষে ইনজুরি সময়ে বেলজিয়াম শক্ত রক্ষণ ভেঙে গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা বেলিংহাম। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে (৯০+৫) গোল করেন তিনি।

এর আগে গত শনিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের কাছে ০-১ গোলে হারে ইংল্যান্ড। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ১৭ বছর বয়সী কিশোর এনড্রিক।
 

Link copied!