• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ইংল্যান্ড ম্যাচে আসতে পারে একাদশে পরিবর্তন হেরাথ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩, ০৭:০৩ পিএম
ইংল্যান্ড ম্যাচে আসতে পারে একাদশে পরিবর্তন হেরাথ
ধর্মশালায় অনুশীলন করছে বাংলাদেশ দল । ছবি সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ দল। বড় জয়ে ফুরফুরে মেজাজে থাকা টাইগাররা মঙ্গলবার (১০ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল জয় পেলেও ওই ম্যাচের একাদশ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা খুবই কম। শক্তির বিচারে আফগানদের চেয়ে বেশ এগিয়ে বাটলাররা। তাছাড়া আফগানিস্তান ও ইংল্যান্ডের খেলার ধরনের মধ্যেও রয়েছে ব্যাপক পার্থক্য। আর তাই ম্যাচ পরিকল্পনার অংশ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। এমনটা ইঙ্গিত দিয়ে রেখেছেন টাইগারদের স্পিন কোচ হেরাথ।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে হেরাথ বলেন, “এটা পুরোটাই কন্ডিশনের ব্যাপার। যদি একান্ত প্রয়জন হয় বাড়তি বিকল্পের তবে নির্বাচক, কোচ ও অধিনায়ক আলোচনা করবে এরপর আগামীকাল সিদ্ধান্ত নেবে। কারণ আমরা ভিন্ন কন্ডিশনে খেলছি। এ কারণে আগে আমাদের কন্ডিশন দেখতে হবে এরপর সিদ্ধান্ত।”

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন স্পিনাররা। বিশেষ করে সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। মূলত এই দুই স্পিনারই  আগফগানদের ব্যাটিং অর্ডার ঘুরিয়ে দেন। তাইতো সাকিব-মিরাজদের প্রশংসা করতে ভুললেন না হেরাথ।

টাইগার স্পিন কোচ বলেন, “আমি মনে করি, আপনি যেমনটা বলছিলেন স্পিনাররা ভালো করেছে। দক্ষতাকে আলাদা করে রাখলেও বলতেই হয় তারা পিচটা পড়তে পেরেছে খুব ভালোভাবে। এরপর তারা পরিস্থিতি বুঝে ভালো বল করেছে। এ ক্ষেত্রে (ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও) দুইজন স্পিনারই পরিস্থিতি বুঝে এরপর বল করবে আমি নিশ্চিত।”

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবদের বার্তাও দিয়ে রেখেছেন হেরাথ। তিনি বলেন, “নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা অ্যাপ্রোচ ও শরীরী ভাষায় থাকতে হবে। এই একই মানসিকতা থাকতে হবে আমাদের। নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারলে জয়ের সুযোগ আছে।”

ধারণা করা হচ্ছে, বোলিং লাইন আপকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ইংল্যান্ডের বিপক্ষে ছয় বোলার নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। আর সেক্ষেত্রে আফগান ম্যাচের একাদশ থেকে বাদ দিতে হবে একজনকে। তখন কে বাদ যাবেন, অপশন আছে দুটি। ওপেনার তানজিদ হাসান তামিম কিংবা মিডলঅর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ।

ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছিলেন তামিম। তাছাড়া তরুণ এই ক্রিকেটারকে আরও সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্টও। ফলে, ধারণা করা হচ্ছে রিয়াদকেই শেষ পর্যন্ত একাদশের বাইরে থাকতে হতে পারে।

ছয় বোলার নিয়ে খেললে এবং রিয়াদ বাদ পড়লে বাড়তি স্পিনার হিসেবে সুযোগ পেতে পারেন শেখ মেহেদী ও নাসুম আহমেদের মধ্য থেকে একজন। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল হাতে ভালো করায় মেহেদীই এগিয়ে থাকবেন নাসুমের চেয়ে। যার কারণে একাদশে দেখা যেতে পারে এই স্পিনারকে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!