• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

বিসিএলে পূর্বাঞ্চলের প্রথম শিরোপা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ০৬:২১ পিএম
বিসিএলে পূর্বাঞ্চলের প্রথম শিরোপা
বিসিএলে চ্যাম্পিয়ন পূর্বাঞ্চল দল। ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল, বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চার দল। ২০১২-১৩ মৌসুমে শুরু হওয়া দেশের দ্বিতীয় প্রথম শ্রেণির এই ক্রিকেটে পূর্বাঞ্চল প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছে।

বুধবার লিগের তৃতীয় ও শেষ রাউন্ডটা পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই শুরু করেছিল পূর্বাঞ্চল। সিলেটে উত্তরাঞ্চলকে ইনিংস ও ১১২ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা। জাতীয় দলের পেসার খালেদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে তিন দিনেই জয় নিশ্চিত করে তারা।

প্রথম ইনিংসে ৪০ রানে ৪ উইকেট নেওয়া খালেদ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫০ রানে ৭ উইকেট। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩১ বছর বয়সী খালেদের এটাই সেরা বোলিং। দুই ইনিংসে ১১ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। 

উত্তরাঞ্চল তৃতীয় দিনটা শুরু করেছিল দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৬৭ রান নিয়ে। ইনিংস হার এড়াতে আরও ১৭৭ রান দরকার ছিল দলটির। কিন্তু সিলেটের ঘরের ছেলে খালেদের তোপে মাত্র ৬৫ রান করতে পেরেছে দলটি।

২ ম্যাচ খেলে ১৮ উইকেট নেওয়া খালেদ সর্বোচ্চ উইকেটশিকারির ১ লাখ ও সেরা খেলোয়াড়ের ১ লাখ, মোট ২ লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছেন। ৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়া পূর্বাঞ্চল পেয়েছে ২০ লাখ টাকা।

১১ পয়েন্ট নিয়ে বিসিএলে রানার্সআপ হয়েছে মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চলের সঙ্গে মধ্যাঞ্চলের শেষ রাউন্ডের ম্যাচটি হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তিন দিনে শেষ হওয়া ম্যাচটি মধ্যাঞ্চল জিতেছে ১০ উইকেটে। দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য ব্যাটিং-ধসের শিকার হয়ে মাত্র ৪৯ রানে অলআউট হয় দক্ষিণ।

 

Link copied!