• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

ইউরোতে খেলবেন না, জানালেন কোর্তোয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ০৭:২৯ পিএম
ইউরোতে খেলবেন না, জানালেন কোর্তোয়া
থিবো কোর্তোয়া। ছবি: সংগৃহীত

চলতি মৌসুম শুরুর আগে গত আগস্টে রিয়াল মাদ্রিদের অনুশীলনে ইনজুরিতে পড়েন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল তার। এরপর অস্ত্রোপচারও হয় তার। তখন থেকেই পুনর্বাসনে আছেন কোর্তোয়া। তবে এপ্রিলের মধ্যে কোর্তোয়ার সেরে ওঠার কথা থাকলেও এখন ভিন্ন কথাই জানালেন এ গোলরক্ষক। এই চোটে আগামী বছর ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন কোর্তোয়া।

মঙ্গলবার বেলজিয়ামের সংবাদপত্র স্পোরজাকে দেওয়া এক সাক্ষাৎকারে কোর্তোয়া বলেছেন, ‘চোটের কারণে ইউরোতে আমার খেলা হবে না। প্রথমত, আমাকে শতভাগ সেরে উঠতে হবে এবং এ জন্য ফেরার কোনো তারিখ আগে থেকে ঠিক না করায় ভালো হবে। যদি আমি ভাগ্যবান হই তবে আমি মে মাসে ম্যাচ খেলতে পারব। কিন্তু আমি কখনোই ইউরোর মতো বড় টুর্নামেন্টের জন্য শতভাগ ফিট হতে পারব না।’

সুযোগ পেলেও কেন ইউরোতে খেলবেন না, সেটা ব্যাখ্যা করে কোর্তোয়া বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত দলের ভালো গোলরক্ষক আছে আমি ৮০ শতাংশ ফিট হয়ে গোলবারের নিচে দাঁড়াব না। আমি জাতীয় দলের খেলার সম্মানকে এক পাশে সরিয়ে রেখে জুনে দলকে সমর্থন দিয়ে যাব। আশা করি আমরা ইউরোপিয়ান শিরোপা জিততে পারব।’

কোর্তোয়া জানিয়েছেন এই ধরনের চোটে ভোগা অন্য খেলোয়াড়দের কাছ থেকে শুভকামনার বার্তাও পেয়েছেন, ‘আমি একই চোটে ভোগা অন্য খেলোয়াড়দের কাছ থেকে অনেক বার্তা পেয়েছি। আসেনসিও, ফ্যালকাও এবং মিকেল ওইরাসাবাল আমাকে বার্তা পাঠিয়েছে।’

উল্লেখ্য, আগামী বছরের ১৪ জুন থেকে শুরু হবে ইউরো। ১৭ জুন  স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের ইউরো অভিযান শুরু করবে বেলজিয়াম। গ্রুপ ‘ই’ বেলজিয়াম ও স্লোভাকিয়ার সঙ্গে খেলবে রোমানিয়া এবং প্লে–অফ থেকে জিতে আসা দল।
 

Link copied!