• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

দীর্ঘ চার ঘণ্টা লড়ে জিতলেন জকোভিচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪, ০৭:১৭ পিএম
দীর্ঘ চার ঘণ্টা লড়ে জিতলেন জকোভিচ
ম্যাচের পর শুভেচ্ছা বিনিময় জকোভিচের সঙ্গে প্রিজমিকের (ডানে)। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন আর বিশ্ব রেকর্ড ২৪টি গ্রান্ড স্লাম শিরোপাধারী হলে কি হবে, সার্বিয়ার নোভাক জকোভিচকে বিশ্বের ১৭৮ নম্বর খেলোয়াড়ের বিপক্ষে বেশ কঠিণ লড়াইয়ের মোকাবিলা করতে হলো।

রোববার বছরের প্রথম গ্রান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিস আসরের প্রথম দিন দীর্ঘ চার ঘণ্টারও বেশি সময় যুদ্ধ করেই জয় পেতে হলো জকোভিচকে।

ক্রোয়েশিয়ার অবাছাই খেলোয়াড় দিনো প্রিজমিককে ৬-২, ৬-৭, ৬-৩ ও ৬-৪ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বিশ্বের ২ নম্বর খেলোয়াড় ৩৬ বছর বয়সী জকোভিচ। যা তার ক্যারিয়ারে কোনো মেজর ইভেন্টের প্রথম রাউন্ডে সবচেয়ে দীর্ঘ সময়ের জয়। 

অস্ট্রেলিয়ান ওপেনে নিজের একাদশ শিরোপা প্রত্যাশী জকোভিচকে ১৮ বছরের কিশোর প্রিজমিক দারুণ ভয় পাইয়ে দিয়েছিলেন। যা ছিল বিশ্বের ১৭৮ নম্বর খেলোয়াড় প্রিজমিকের ক্যারিয়ারে কোনো গ্রান্ড স্লামে প্রথম ম্যাচ।  

জকোভিচ পরের রাউন্ডে খেলবেন আলেক্সি পরিরিন ও মার্ক পলমান্সের মধ্যকার বিজয়ী খেলোয়াড়ের বিপক্ষে। 

এরআগে, ২০০৫ সালে ইউএস ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে জকোভিচ ৩ ঘণ্টা ৫৭ মিনিট সময় লড়াই করে জাইলস মনফিলসকে পরাজিত করেছিলেন। আর এবার তিনি প্রিজমিককে হারালেন ৪ ঘণ্টা ১ মিনিট লড়াই করে।

 

Link copied!