• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

ইংল্যান্ডের জার্সিতে বিকৃত জাতীয় পতাকা নিয়ে বিতর্ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ০৪:০৬ পিএম
ইংল্যান্ডের জার্সিতে বিকৃত জাতীয় পতাকা নিয়ে বিতর্ক
ইংল্যান্ডের জার্সিতে থাকা এই ক্রস নিয়েই বিতর্ক। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের ফুটবল দলের জার্সিতে বিকৃত জাতীয় পতাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী ঋষি সুনক সেই ঘটনায় ক্ষুব্ধ। যদিও জার্সি প্রস্তুতকারক সংস্থাও জবাব দিয়েছে।

ইংল্যান্ডের ফুটবল দলের নতুন জার্সির পিছন দিকে সেন্ট জর্জের ক্রস রয়েছে। এই ক্রস ইংল্যান্ডের জাতীয় পতাকায় থাকে। সাদা পতাকার উপর লাল রঙের ক্রস। কিন্তু দেশের ফুটবল জার্সিতে ওই ক্রসের রং নীল এবং বেগনি। যা জাতীয় পতাকার অপমান বলে মনে করছেন অনেকে। 

প্রধানমন্ত্রী সুনক এই প্রসঙ্গে বলেন, ‘আসল রংটাই ভাল। আমি ব্যক্তিগত ভাবে মনে করি জাতীয় পতাকার রং বদলানো উচিত নয়। জাতীয় পতাকা আমাদের সম্মানের, গর্বের। সেটাকে নিয়ে এমন ছেলেখেলা করা উচিত নয়।’

ইংল্যান্ডের জার্সি প্রস্তুতকারী সংস্থা বলেছে, ‘খেলার ছলেই এটা করা হয়েছে। কাউকে অপমান করার উদ্দেশ্য আমাদের ছিল না। ১৯৬৬ সালে ইংল্যান্ডের ফুটবল বিশ্বকাপ জয়কে সম্মান জানানোর জন্যই আমরা জার্সিতে এই বদল করেছি।’

হ্যারি কেনদের জার্সির এই বদল ভাল ভাবে নিচ্ছে না ইংল্যান্ড সরকারও। প্রধানমন্ত্রী সুনক বলেন, ‘সেন্ট জর্জ ক্রস যদি লাল রঙের না হয়, আমি তাহলে সেটাকে সেন্ট জর্জ ক্রস বলতেই চাই না।’ 
 

Link copied!