• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

গোলের ফিফটি রোনালদোর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪, ০৫:৫২ পিএম
গোলের ফিফটি রোনালদোর
গোলের পর রোনালদোর উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত

বর্তমান সময়টা খুব ভালো যাচ্ছে না আল নাসর ক্লাবের। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল আসর থেকে বিদায় নিতে হয়েছে। লিগে টানা দুই ম্যাচে হারাতে হয়েছে পয়েন্ট। দুঃসময়ের মেঘ ফুঁড়ে অবশেষে কিছুটা আলোর দেখা পেয়েছে ক্লাবটি। সেই স্বস্তির উপলক্ষ এনে দিয়েছেন পর্তুগালের মহতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল করে দলকে জিতিয়ে এই তারকা নিজে পূরণ করেছেন একটি মাইলফলক।

সৌদি আরবের প্রো ফুটবল লিগে শুক্রবার আল আহলিকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান সংহত করেছে আল নাস্র। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন রোনালদো।

এই গোলে আল নাসরের হয়ে অর্ধশত গোল হয়ে গেল তার। সৌদি প্রো লিগ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, কিংস কাপ, সুপার কাপ ও আরব চ্যাম্পিয়ন্স কাপ মিলিয়ে ৫৮ ম্যাচে ৫০ গোল হয়ে গেল তার।

আল আহলির মাঠে তারকা সমৃদ্ধ দুই দলের লড়াইয়ের প্রথমার্ধ খুব একটা জমেনি। সাবধানী ফুটবলে ঢিমেতালে এগিয়েছে দুই দলই। এর মধ্যেও একবার বল জালে পাঠান রোনালদো। কিন্তু গোল হয়নি অফসাইডের কারণে। দ্বিতীয়ার্ধে একই অভিজ্ঞতা হয় আল আহলির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোর।

দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় দুই দলই। এর মধ্যেই ভিএআর দেখে আল নাস্রকে পেনাল্টি দেন রেফারি। গোলকিপারকে বিভ্রান্ত করে উল্টো দিক দিয়ে বল জালে পাঠান রোনালদো। সেই গোলই শেষ পর্যন্ত হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারক।

এই জয়ের পর ২৪ ম্যচে ৫৬ পয়েন্ট নিয়ে আল আহলি থেকে আরেকটু এগিয়ে গেল আল নাস্র। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে আল আহলি। শীর্ষে থাকা আল হিলাল অবশ্য এই দুই দল থেকে অনেকটা এগিয়ে। ২৩ ম্যাচ খেলেই ৬৫ পয়েন্ট তাদের। লিগে এখনও কোনো ম্যাচ হারেনি তারা, জিতেছে ২১টিতেই।
 

Link copied!