• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

ক্লাব বিশ্বকাপ রিয়াল মাদ্রিদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩, ১২:৫০ পিএম
ক্লাব বিশ্বকাপ রিয়াল মাদ্রিদের

মরক্কোর রাবাতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ ও আল হিলাল। ম্যাচে সৌদির ক্লাবকে ৫-৩ গোলে হারিয়ে আবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ।

ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ রেকর্ড শিরোপার মালিক। দলটি পঞ্চম শিরোপা জয় করেছে। দ্বিতীয় সর্বোচ্চ তিনবারের বিজয়ী তাদের প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা।

পেপ গার্দিওলা কোচ হিসেবে তিনবার ক্লাব বিশ্বকাপ জিতেছেন। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি এবার নিয়ে তিনবার জিতে গার্দিওলার রেকর্ড স্পর্শ করেছেন।

ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র ও ফেডেরিকো ভালভার্দে জোড়া গোল করেন। অন্য গোলটি করেন ফরাসি করিম বেনজেমা। অন্যদিকে, আল হিলালের পক্ষে গোল আদায় করেন মুসা মারেগা। লুসিয়ানো ভিয়েত্তো জোড়া গোল করেন।

শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত রিয়াল কোচ বলেন, "আমি ভীষণ খুশি। দারুণ ভালো খেলেছি আমরা। ভিনিসিয়াস, ভালভার্দে, বেনজেমা সবাই দুর্দান্ত খেলেছে। আমরা মাঠে চমৎকার কাজ করেছি। বিশেষ করে আমাদের আক্রমণভাগ ছিল অসাধারণ। এই শিরোপা আমাদের দলকে উজ্জীবিত রাখবে।"

Link copied!