• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

চ্যাম্পিয়ন লেভারকুসেনের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪, ০১:৫৬ পিএম
চ্যাম্পিয়ন লেভারকুসেনের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ
অতিরিক্ত সময়ে গোল করে আনন্দে মেতে উঠে লেভারকুসেনের খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত

চলতি মাসের ১৯ তারিখ টানা ৪৪ ম্যাচ অপরাজিত থেকে ইউরোপের ক্লাব ফুটবলে নতুন রেকর্ড করেছিল বেয়ার লেভারকুসেন। ইতালির ক্লাব জুভেন্টাসের টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখেছিল জার্মান বুন্দেসলিগার নতুন চ্যাম্পিয়ন এই ক্লাবটি।

কিন্তু সোমবার রাতে বুন্দেসলিগার ম্যাচে লেভারকুসেনের সেই রেকর্ডগড়া জয়রথ থেমে যাওয়ার শঙ্কায় পড়েছিল। তবে শেষ পর্যন্ত তাদের থামাতে পারেনি বরুসিয়া ডর্টমুন্ড।

ম্যাচের মূল সময়ে ১-০ গোলে পিছিয়ে থাকার পর অতিরিক্ত সময়ে সপ্তম মিনিটে (৯০+৭ মিনিটে) ডর্টমুন্ডের সেই গোল শোধ করে দেয় লেভারকুসেন। এতে ১-১ গোলে ড্র করে টানা ৪৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করলো ক্লাবটি।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ওয়ের্ডার ব্রেমেনকে ৫-০ গোলে হারিয়ে নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথমবার বুন্দেসলিগার শিরোপা জয় করে লেভারকুসেন।

Link copied!