• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

ফের ছয় বছর পর ডাক পড়লো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৪, ০৭:১০ পিএম
ফের ছয় বছর পর ডাক পড়লো
সাবিনা খাতুন। ছবি: সংগৃহীত

২০১৮ সালে সেথু এফসির জার্সিতে প্রথমবার ভারতীয় ক্লাবে খেলেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ৬ বছর পর সাবিনা আবার যাচ্ছেন ভারতের ঘরোয়া লিগে খেলতে। ৮ ডিসেম্বর শুরু হওয়া ইন্ডিয়ান উইমেন্স লিগের কর্নাটকের ক্লাব কিকস্টার্ট এফসি থেকে ৩ মাসের জন্য সাবিনার সাথে চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে।

সাবিনা খাতুন বলেছেন, ‘আমি ওই ক্লাব থেকে ৩ মাসের চুক্তির প্রস্তাব পেয়েছি। এরপর বাফুফের ছাড়পত্র নিয়ে আমি ভারতীয় ভিসার জন্য বুধবার কাগজ-পত্র জমা দিয়েছি। ভিসার ওপর নির্ভর করে ক্লাবটির সঙ্গে চুক্তি। সবকিছু ঠিকঠাক মতো এগুলো ১৭ জানুয়ারি সেথু এফসির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবো।’

সাবিনা খাতুন বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশি লিগে খেলেছেন মালদ্বীপের ক্লাবে। দ্বীপ দেশটিতে কয়েকবছর খেলার পর তিনি ২০২৮ সালে খেলেছিলেন ভারতের সেথু এফসিতে।

ওই লিগে সাবিনা ৭ ম্যাচ খেলেছিলেন সেথু এফসির জার্সিতে। করেছিলেন ৬ গোল। এবার পুরনো দলের বিপক্ষে ম্যাচ দিয়ে সাবিনার যাত্রা শুরু হতে পারে ভারতীয় লিগে।

এই লিগে সাবিনাদের ক্লাবে বাকি দুই বিদেশি নেপালের। একজন প্রীতি রাই, অন্যজন দিপা শাহী।
 

Link copied!