• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

টানা দুই হারের পর জয়ের দেখা মিলেছে বার্সেলোনার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৯, ২০২৩, ০১:১৫ পিএম
টানা দুই হারের পর জয়ের দেখা মিলেছে বার্সেলোনার

লা লিগায় আগেই শিরোপা নিষ্পত্তি হয়েছে। চার ম্যাচ হাতে রেখেই শিরোপা দখল করেছে বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন হওয়ার পরই খেই হারিয়েছে তারা। টানা দুই ম্যাচ হেরেছে জাভি হার্নান্দেজের দল। তবে হারের তিক্ততা কাটিয়ে আবার জয়ে ফিরেছে স্প্যানিশ ক্লাবটি।

ঘরের মাঠে মায়োর্কার বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। আনসু ফাতির জোড়া গোল ও গাভির গোলে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে তারা।

ম্যাচ শুরু হতে না হতেই প্রথম মিনিটেই গোল আদায় করেন ফাতি। ম্যাচের ১৪ মিনিটে আরও সুবিধা পায় জাভির শিষ্যরা। আমাথ নিদিয়ে ডিধিও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ১০ জনের দলে পরিণত হয় মায়োর্কা। 

ম্যাচের ২৪ মিনিটে দ্বিতীয় গোল আদায় করে ফাতি। ১০ জনের দল বেশ চাপে থাকে বার্সেলোনার কাছে। সফরকারীরাও স্বাগতিকদের প্রতিহত করতে থাকে তীব্রভাবে। ফলে সহসাই গোল পাচ্ছিল না বার্সেলোনা।

তবে ম্যাচের ৭০ মিনিটে আবার সুযোগ মেলে বার্সেলোনার। এবার গোল আদায় করেন পাবলো মার্টিন পেজ গাভিরা। ম্যাচে দুই পক্ষের কেউই আর গোলের দেখা পায়নি। ফলে ৩-০ গোলের বড় ব্যবধান নিয়ে জয়ে ফেরে বার্সেলোনা।
 

Link copied!