• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ বার্সা কোচ জাভি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩, ০৮:১৪ পিএম
দুই ম্যাচের জন্য নিষিদ্ধ বার্সা কোচ জাভি

লা-লিগার এবারের মৌসুমটা ভালোভাবে শুরু করতে পারে নি বার্সেলোনা। কাতালানরা প্রথম ম্যাচে গেতাফের সঙ্গে করতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি। সে সঙ্গে বাড়তি যোগ হয় দুটি লাল কার্ড। যার একটি দেয়া হয় দলটির প্রধান কোচ জাভি র্হানান্দেজকে। সহকারী রেফারির সঙ্গে বাগবিতন্ডায় জড়ানোয় জাভিকে ম্যাচের পরবর্তী সময়ে বক্সে বসেই খেলা দেখতে হয়। এবার জাভির সেই শাস্তির মাত্রা আরও বেড়ে গেল।

বার্সেলোনা নিজেদের পরবর্তী দুই ম্যাচেও জাভিকে ডাগআউটে পাবেন না। জাভি কেবল মাঠেই রেফারির প্রতি ক্ষুব্ধ ছিলেন না, সেটি তিনি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও টেনে নিয়ে যান। পরবর্তীতে শাস্তি বাড়িয়ে জাভিকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। একইসঙ্গে কাদিজ ও ভিয়ারিয়ালের বিপক্ষের ম্যাচে রাফিনিয়াকেও পাবে না বর্তমান চ্যাম্পিয়নরা।

রোববার (১৩ আগস্ট) গেতাফের বিপক্ষে ম্যাচের ৭০ মিনিটে লাল কার্ড দেখেন জাভি । বার্সেলোনার আবদে এজ্জালজুলি ফাউলের শিকার হওয়ার পর জাভি সহকারী রেফারির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে এক প্রতিবেদনে রেফারি সিজার সোতোর দাবি করেন, বেশ কয়েকবার জাভিকে সতর্ক করলেও তাতে কান দেননি তিনি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!