• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

মেসির নতুন ক্লাব ইন্টার মিয়ামি অনুসন্ধানে শীর্ষে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০১:০৭ পিএম
মেসির নতুন ক্লাব ইন্টার মিয়ামি অনুসন্ধানে শীর্ষে বাংলাদেশ

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি পিএসজি ছেড়ে পাড়ি জমাচ্ছেন আমেরিকায়। তিনি ঘোষণা করেন সৌদি আরব কিংবা বার্সেলোনায় নয়- ইন্টার মিয়ামিতেই যাচ্ছেন।

তিনি আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) দল ইন্টার মিয়ামিতে যোগ দেবেন এমন ঘোষণার পর দলটি সম্পর্কে মানুষের আগ্রহ ও কৌতূহল তৈরি হয়। গুগল রিপোর্ট করেছে যে, বাংলাদেশ এই সপ্তাহে "ইন্টার মিয়ামি" সবচেয়ে বেশি অনুসন্ধান করেছে।

গুগল সার্চের পরিপ্রেক্ষিতে মিয়ামি অনুসন্ধানে বাংলাদেশি সমর্থকরা মেসির নিজের দেশ আর্জেন্টিনার সমর্থকদের ছাড়িয়ে গেছে। মূলত, গুগল ট্রেন্ডের সবচেয়ে সাধারণ ওয়েব সার্চের মাপকাঠিতে বাংলাদেশ ১০০ স্কোর করেছে, যেখানে আর্জেন্টিনা ৮৪ স্কোর করেছে।

এমএলএস ফ্রিল্যান্স লেখক ফাভিয়ান রেনকেলের টুইটারে শেয়ার করা তথ্য অনুসারে বাংলাদেশ তালিকার শীর্ষে রয়েছে। তালিকায় তৃতীয় নম্বরে আছে নেপাল (৮২), চতুর্থ হাইতি (৮১) এবং পঞ্চম আইভরি কোস্ট (৭৩)।

ইরাক, ইয়েমেন, কঙ্গো, হন্ডুরাস এবং নিকারাগুয়া এই তালিকায় শীর্ষ দশটি দেশের মধ্যে আছে। ১৪ নম্বরে আছে সৌদি আরব যারা তাদের লিগে মেসিকে চেয়েছিল।

Link copied!