• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,
এশিয়ান গেমস হকি

সিঙ্গাপুরকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩, ০৮:১৮ পিএম
সিঙ্গাপুরকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমস হকিতে প্রথম দুই ম্যাচ হেরে খালি হাতে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। পাকিস্তান ও জাপানের কাছে বড় ব্যবধানে হেরেছিল তারা। অবশেষে অধরা জয়ের দেখা পেল বাংলাদেশ। সিঙ্গাপুরকে তারা হারিয়েছে ৭-৩ গোলে।

চীনের হাংজুর গংশু কানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ এগিয়ে যায়। ম্যাচের ৭ মিনিটে আক্রমণ থেকে পুষ্কর খীসা মিমো গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। ২৩ মিনিটে আক্রমণ থেকে দলকে ২-০ গোলে এগিয়ে নেন মিলন হোসেন। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশকে তৃতীয় গোল উপহার দেন আশরাফুল ইসলাম। পেনাল্টি স্ট্রোক থেকে এই ডিফেন্ডার লক্ষ্যভেদ করে সিঙ্গাপুরকে আরও ব্যাকফুটে ফেলে দেন।

তিন গোলে পিছিয়ে থেকে সিঙ্গাপুর ম্যাচে ফেরার চেষ্টা করে। প্রতিদ্বন্দ্বিতা গড়ে দুই মিনিটে দুই গোল শোধ দেয়। ৩৮ মিনিটে প্রথম গোল দেয় তারা। আক্রমণ থেকে নাইডু হারিরাজ স্কোর লাইন ৩-১ করেন। পরের মিনিটে লু কান্ট দ্বিতীয় গোল করে বাংলাদেশকে চিন্তায় ফেলে দেন। তবে ৪৫ মিনিটে বাংলাদেশ আবারও গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে। আক্রমণ থেকে আরশাদ হোসেন দলকে চতুর্থ গোল উপহার দেন। দুই মিনিট পর রকিবুল হাসান পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের হয়ে পঞ্চম গোল করেন।

তবে ৫১ মিনিটে নাইডু হারিরাজ আবারও গোল করে সিঙ্গাপুরের হয়ে ব্যবধান ৫-৩ এ কমিয়ে আনেন। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে বাংলাদেশ ষষ্ঠ গোল করে সিঙ্গাপুরকে আর ম্যাচেই ফিরতে দেয়নি। পেনাল্টি কর্নার থেকে সোহানুর রহমান সবুজ দলের হয়ে ষষ্ঠ গোল করেন।

ম্যাচের শেষ মিনিটে সোহানুর রহমান সবুজ আবারও পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে বাংলাদেশকে ৭-৩ গোলে জিততে সহায়তা করেন। ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ গ্রুপে পরের ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে।

এদিকে, জিমিদের জয়ের দিন বক্সিং রিং থেকে বিদায় নিয়েছেন আবু তালহা। হাংজু জিমনেশিয়ামে ৫১ কেজি ওজন শ্রেণিতে সৌদি আরবের খালিদ আব্দুল আজিজের কাছে তিনি ৪-১ ব্যবধানে হারেন। প্রি-কোয়ার্টার ফাইনালে অবশ্য দারুণ লড়াই করেছেন তালহা।

১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ১৩তম হয়েছে বাংলাদেশ। ফুইয়াং ইনহু স্পোর্টস সেন্টারে বাংলাদেশ দলগতভাবে ১৬৮০ স্কোর করেছে। এই ইভেন্টে ভারত স্বর্ণ জিতেছে ১৭৩৪ স্কোর করে। চীন রৌপ্য ও ভিয়েতনাম ব্রোঞ্জ জিতেছে। শাকিল আহমেদ ৫৬৪ স্কোর করে হয়েছেন ৪০তম। শাকের আহমেদ ৫৬০ স্কোর করে ৪৭তম ও সাব্বির আল আমিন ৫৫৬ স্কোর করে ৫৩তম হয়েছেন। এই ইভেন্টে অংশ নেন ৫৬জন শ্যুটার।

সাঁতারে অ্যাকুয়াটিক স্পোর্টস অ্যারেনায় নারীদের ৫০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে সোনিয়া আক্তার নিজ হিটে চতুর্থ হয়েছেন। এক নম্বর হিটে অংশ নেন বাংলাদেশের এই সাঁতারু। যেখানে সোনিয়া সময় নেন ৩০.১১ সেকেন্ড। ৩২ জনের মধ্যে তার অবস্থান ২৭।

গলফের প্রথম দিন শেষে এগার নম্বরে আছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। ওয়েস্ট লেক গলফ কোর্সে প্রথম রাউন্ডে পারের চেয়ে ৭ শট কম খেলেছেন সিদ্দিক। আর জামাল হোসেন পারের চেয়ে এক শট কম খেলেছেন।

আগামীকাল (শুক্রবার) শুরু হচ্ছে অ্যাথলেটিক্স। প্রথম দিন ট্র্যাকে নামবেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। একশ মিটার স্প্রিন্টের পাঁচ নম্বর হিটে ইমরান নামবেন বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.০৩ মিনিটে।

Link copied!