• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ৮ শাওয়াল ১৪৪৫

অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ১০:১৭ এএম
অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা

আরিনা সাবালেঙ্কা তার চতুর্থ চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টে প্রথম বড় একক শিরোপা জিতেছেন। অস্ট্রেলিয়ান ওপেনের নারী ফাইনালে এলেনা রাইবাকিনাকে হারিয়ে শিরোপা জয় করেছেন বেলারুশের এই তারকা।

পঞ্চম বাছাই সাবালেঙ্কার এবারই প্রথম বড় টুর্নামেন্টের ফাইনালে অভিষেক হয়েছিল। রড ল্যাভার অ্যারেনায় ২ ঘণ্টা ২৮ মিনিটে উইম্বলডন চ্যাম্পিয়ন রাইবাকিনার বিপক্ষে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে জয় পেয়েছেন তিনি।

প্রথম সেটে দুই ফাইনালিস্টই দুর্দান্ত লড়াই চালিয়েছে। প্রথম দফায় এগিয়ে যান রাইবাকিনা। এরপর সমতায় আসেন সাবালেঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেননি।

দ্বিতীয় সেট জিততে খুব একটা বেগ পেতে হয়নি সাবালেঙ্কার। তৃতীয় সেটে আবার লড়াই হয় হাড্ডাহাড্ডি। রিবাকিনা এগিয়ে যান ৩-২ এ। এরপর সাবালেঙ্কার ঘুরে দাঁড়ান এবং জয়ের শেষ হাসি হাসেন।

সাবালেঙ্কার হাতে শিরোপা তুলে দেন বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় মার্কিন যুক্তরাষ্ট্রের বিলি জেন কিং। পঞ্চম বাছাই এই খেলোয়াড় প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে ভীষণ উচ্ছ্বসিত।

Link copied!