• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

টাইব্রেকারে ইন্টারকে হারিয়ে শেষআটে আতলেতিকো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪, ০৩:২৪ পিএম
টাইব্রেকারে ইন্টারকে হারিয়ে শেষআটে আতলেতিকো
শেষ আট নিশ্চিত করে আতলেতিকোর খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে ঘরের মাঠে প্রত্যাবর্তন হলো স্পেনের আতলেতিকো মাদ্রিদের। বুধবার রাতে ইতালির ইন্টার মিলানকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল তারা। দু’টি পেনাল্টি বাঁচিয়ে নায়ক আতলেতিকোর গোলকিপার জান ওবলাক। 

ইতালিতে গিয়ে ০-১ হেরে এসেছিল আতলেতিকো। ঘরের মাঠে আতলেতিকো ৩৩ মিনিটে পিছিয়ে পড়ে। গোল করেন ফেদেরিকো দিমার্কো। দু’মিনিট পরই সমতা ফেরায় তারা। গোল করেন আতোয়া গ্রিজম্যান। পরে আরও একটি গোল করেন মেম্পিস দেপাই। ২-১ গোলে জয়লাভ করে আতলেতিকো। 

দুই পর্ব মিলিয়ে খেলার ফল ২-২ থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে দুই দলের কাছেই সুযোগ এসেছিল। কিন্তু আতলেতিকোর শক্তিশালী রক্ষণে দাঁত ফোটাতে পারেনি ইন্টার।

পেনাল্টি শুটআউটে আলেক্সিস সাঞ্চেস এবং ডেভি ক্লাসেনের শট বাঁচিয়ে দেন ওবলাক। ইন্টার গোলরক্ষক বাঁচিয়ে দেন আতলেতিকোর সাউল নিগুয়েজের শট। ইন্টারকে খেলায় থাকতে হলে শেষ শটে লাউতারো মার্তিনেসকে গোল করতেই হল। কিন্তু লিয়োনেল মেসির জাতীয় দলের সতীর্থ মার্তিনেজ বল বারের উপর দিয়ে উড়িয়ে দেন। শুটআউটে ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে আতলেতিকো।

 

Link copied!