• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

সাতবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি জ্যোতিরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ০৭:১৯ পিএম
সাতবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি জ্যোতিরা
ওয়ানডে ট্রফির সঙ্গে ছবিতে পোজ দেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার অধিনায়ক। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার থেকে বিশ্বসেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশ নারী দলের। মিরপুরে সকাল সাড়ে ৯টায় ম্যাচ মাঠে গড়াবে। 

এক বছর ধরে ধারাবাহিক সাফল্য পাচ্ছে বাংলাদেশ। গত বছরের শেষদিকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করে বাংলাদেশ। এবার অজিদের বিপক্ষেও ভালো করতে চায় বাংলাদেশ।  

এরআগে, পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জেতে টাইগ্রেসরা। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরেও প্রথমবারের মতো পায় জয়ের দেখা। 

বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘প্রথম যে বিষয় মেনশন করি, আমরা যখন ভারতের বিপক্ষে খেলি তখন সাংবাদিকদের কাছে প্রশ্নগুলো ছিল অন্য রকম। আপনারা জিততে পারবেন কি না, কী হতে পারে? এটাই আমার কাছে একটা সাফল্য মনে হচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছি কেউ (ওরকম) প্রশ্ন করে নাই। এটা কিন্তু কাইন্ড অফ টিমের জন্য একটা সাফল্য।’

বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা এবার আরও বড়। ছয়বারের টি-টোয়েন্টি ও সাতবারের ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চায় বাংলাদেশ।

নিজেদের শক্তির জায়গা নিয়ে জ্যোতি বলেন, ‘প্রথমত হলো হোম কন্ডিশন। আমার কাছে মনে হয়, কন্ডিশনের দিক থেকে তারা অনেক বেশি অচেনা। কখনই যেহেতু খেলে নাই এখানে। কিন্তু স¤প্রতি তাদের অনেক খেলোয়াড় কিন্তু আইপিএল খেলে আসছে। কমবেশি বাংলাদেশ এবং ইন্ডিয়ার উইকেট কিন্তু প্রায় একই থাকে। তারা একটু হলেও জানে যে কেমন কন্ডিশনে খেলা হবে।’

যদিও নিজেদের শক্ত প্রতিদ্বন্দ্বিই মনে করছেন জ্যোতি, ‘তারা (অস্ট্রেলিয়া) বিশ্বের ভালো দল এবং বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে খেলা আমাদের জন্য বলবো যে বড় একটা অভিজ্ঞতা পুরো দলের জন্য। এখন অবধি আমরাও যেভাবে খেলে আসছি গত ৬-৭ মাস ক্রিকেট খেলছি, তারা অবশ্যই হালকাভাবে আমাদেরকে নেয়নি।’
 

Link copied!