• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

বিশ্বকাপে কানাডার প্রথম গোলদাতা আলফানসো ডেভিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২, ১০:৪৯ পিএম
বিশ্বকাপে কানাডার প্রথম গোলদাতা আলফানসো ডেভিস

দীর্ঘ তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কানাডা। সর্বশেষ ও প্রথমবারের মতো ১৯৮৬ সালে বিশ্বকাপে খেলা দলটির হয়ে বিশ্ব মঞ্চে প্রথম গোল করেছেন আলফানসো ডেভিস। নিজেদের দ্বিতীয় আসরে এসে প্রথম গোলদাতার দেখা পেয়েছে আমেরিকার দেশটি।

জন হার্ডম্যানের অধীনে দ্বিতীয়বারে মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে কানাডা। ১৯৮৬ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় ঘণ্টা বেজেছিল কানাডার। সেবার প্রতিপক্ষের জালে অবশ্য বল জড়াতে পারেনি। দ্বিতীয় আসরের দ্বিতীয় ম্যাচে ভেঙেছে সেই বাধা। দলটির হয়ে প্রতিপক্ষের জালে প্রথম বল জড়িয়েছেন দেশটির সবচেয় বড় তারকা আলফানসো ডেভিস।

রোববার (২৭ নভেম্বর) আগের বারের রানার্স আপ ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটে জালে বল জড়ান আলফানসো ডেভিস। আর এতেই ভাঙে প্রতিপক্ষের জালে বল না জড়ানোর আক্ষেপ।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে হেরেছিল কানাডা। তবে কেভিন ডি ব্রুইনি-ইডেন হ্যাজার্ডদের ওই ম্যাচ জিততে বেশ বেগ পোহাতে হয়েছিল।

Link copied!