• ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

রশিদ খানকে ছাড়াই আফগানদের টেস্ট দল ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৭, ২০২৩, ০৫:০৩ পিএম
রশিদ খানকে ছাড়াই আফগানদের টেস্ট দল ঘোষণা

আগামী ১৪ জুন বাংলাদেশের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্ট খেলবে আফগানিস্তান দল। ম্যাচটি শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ১০টা থেকে শুরু হবে। এই টেস্টের জন্য হাসমতউল্লাহ শাহিদীকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরির জন্য প্রথম দুই ওয়ানডেতে দলে ছিলেন না রশিদ খান। তৃতীয় ম্যাচে মাঠে নামলেও ভালো পারফর্ম করতে পারেন নি এই লেগি। এবার বাংলাদেশের বিপক্ষে রশিদ খানকে ছাড়াই টেস্ট দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

টেস্টের পর আগামী জুলাই মাসে বাংলাদেশের বিপক্ষে আফগানদের ওয়ানডে সিরিজ শুরু হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। ৫, ৮, ১১ জুলাইয়ে ম্যাচগুলো বেলা ২টায় শুরু হবে।

ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেটে। সেখানে ১৪ ও ১৬ জুলাই দুটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

আফগানিস্তান টেস্ট দল  
হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহ হক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ।

 

 

Link copied!