• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০২:১০ পিএম
টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান
ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের রবিন রাউন্ড লিগে বুধবার (১৮ অক্টোবর) থেকে শুরু চতুর্থ ম্যাচের খেলা। লিগের চতুর্থ রাউন্ডে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে আফগানিস্তান। চেন্নাইয়ে  চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

বুধবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে মাঠে নামার আগে দুই দলই তৃতীয় ম্যাচে জয় পেয়েছে। আফগানরা সবশেষ ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দেয়। এবার তাদের সামনে বাধা গত আসরের রানার্স আপ ব্লাক ক্যাপস।

কিউইদের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আফগানরা। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর থ্রোতে আঘাত পেয়ে নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন অক্টোবরের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে যান। তার পরিবর্তে আবারও দলে ফিরেছেন কিউই ওপেনার উইল ইয়াং।

 আফগানিস্তান একাদশ

হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই,ইকরাম আলিখিল, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজল হক ফারুকি।

 নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও মার্ক চাপম্যান।

Link copied!