• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিবের সৌজন্য সাক্ষাৎ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০৮:১৮ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিবের সৌজন্য সাক্ষাৎ

অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। বৈশ্বিক এ আসরকে সামনে রেখে অক্টোবরের শুরুর দিকে দেশ ছাড়বে মাহমুদউল্লাহ বাহিনী। তবে বিশ্বকাপ শুরুর আগেই দেশ ছাড়ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাকিব।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে শুরু হয়েও থেমে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর। তবে বিশ্বকাপের ঠিক আগেই অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া বাকি ম্যাচগুলো। আইপিএলে খেলতে রোববার (১২ সেপ্টেম্বর) রাতেই সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশে রওয়ানা করার কথা সাকিবের। 

রোববার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে সাকিব লিখেছেন, "আজ সন্ধ্যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিসিবির সভাপতি পাপন ভাই ও আমার বৈঠকটি সম্মানজনক ছিল!" 

আইপিএলে সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আর কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। 

Link copied!