• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঢাকায় পৌঁছে কোয়ারেন্টিনে নিউজিল্যান্ড দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ০৪:০৫ পিএম
ঢাকায় পৌঁছে কোয়ারেন্টিনে নিউজিল্যান্ড দল

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে মঙ্গলবার (২৪ আগস্ট) বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড দল। দুপুর ১২ টা ০৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে অবতরণ করে সফরকারীরা।

বাংলাদেশে পৌঁছেই সাত দিনের কোয়ারেন্টিন শুরু করছে কিউইরা। ৩১ আগস্ট কোয়ারেন্টিন অনুশীলন শুরু করবে তারা। 

১ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে নিউজিল্যান্ড। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

মহামারির কারণে দুই বোর্ডর সিদ্ধান্ত অনুযায়ী অস্ট্রেলিয়া সিরিজের মত সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সর্বশেষ ২০১৩ সালে বাংলাদেশ সফর করেছিল নিউজিল্যান্ড। গত বছর আগস্টে টেস্ট সিরিজ আয়োজনের কথা থাকলেও করোনার কারণে বাতিল করা হয়।

Link copied!