মুম্বাইয়ের বিখ্যাত হোটেল তাজে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ৯১তম বার্ষিক সাধারণ সভা। সেখানেই বর্তমান সভাপতি সৌরভ গাঙুলিকে সরিয়ে বিসিসিআইয়ের নতুন সভাপতি হয়েছেন বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার রজার বিনি।
১৯৮৩ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন রজার বিনি। বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার আগে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন তিনি।
আগামী তিন বছর এই পদে দায়িত্ব পালন করতে যাওয়া রজার বিনি তার সহকারী হিসেবে পাচ্ছেন জয় শাহকে। দ্বিতীয় মেয়াদে বিসিসিআইয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জয় শাহ।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গভর্নিং কাউন্সিলের সভাপতি হিসেবে সৌরভকে দায়িত্ব দিতে চেয়েছিল বিসিসিআই। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
আইপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব নেওয়ার চেয়ে বরং, এখন আইসিসিতেই নজর তার। চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হবে আইসিসি বর্তমান সভাপতি গ্রেগ বার্কলির মেয়াদ। সেখানেই আসতে চাচ্ছেন সৌরভ গাঙুলি।
চলতি বছরের ১১-১৩ নভেম্বর মেলবোর্নে বসবে আইসিসি বার্ষিক সাধারণ সভা। সেখানেই নির্ধারিত হবে কে হবেন আইসিসির ভবিষ্যত সভাপতি। সেখানে পদ না পেলে আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের দায়িত্ব নিতে চান সৌরভ।









-20251028132147.jpg)




























