• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

আফগানদের বলে ধুকছে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ০৮:৫৪ পিএম
আফগানদের বলে ধুকছে বাংলাদেশ

বড় রানের আশায় শুরুতে ব্যাটিং নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। কারণ তিনি ভেবেছিলেন ব্যাটিং সহায়ক উইকেট। কিন্তু হলো এর উল্টো। শুরুতে মুজিবের বলে ব্যর্থ হয়ে ফিরেছেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও এনামুল হক বিজয়। এরপর সাকিবকেও ফেরান মুজিব। মুশফিক এসেও দাঁড়াতে পারেননি।  

এ রিপোর্ট  লেখা পর্যন্ত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৩ রানে ব্যাট করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন। নাঈম শেখ ৮ বলে ৬ রান করে বোল্ড হয়েছেন। বিজয় ১৪ বলে ৫ রান করে নির্বিষ বলে লেগ বিফোর হয়েছেন। মুজিবের বলে সাকিব বোল্ড হয়েছেন ১১ করে। মুশফিক ৪ বলে ১ রান রশিদ খানের বলে আওট হন।

বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে। শুরুতে ব্যাটিং করার ব্যাপারে সাকিব জানিয়েছেন, উইকেট ব্যাটিং সহায়ক। শুরুতে ব্যাটিং করলে আফগানদের জন্য কঠিন হবে। পিচ রিপোর্টেও উইকেট ব্যাট করার জন্য সহজ বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হজরতুল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমাতুল্লাহ ওমারজাই, নাবিন উল হক, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!