• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

মোহামেডানের সাবেক পেসার সাজু মারা গেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১১, ২০২২, ০৭:৫১ পিএম
মোহামেডানের সাবেক পেসার সাজু মারা গেছেন

বাংলার ক্রিকেটে ৭০ দশকের দ্রুতগতির দুরন্ত সুইং বোলার ছিলেন মাহমুদুল হাসান সাজু। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে আজ শনিবার (১১ জুন) বিকেলে রাজধানী ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশের জার্সিতে কিংবা বিসিবি একাদশের হয়ে আইসিসি ট্রফি কিংবা এমসিসি, ডেকান ব্লুজ কিংবা হায়দরাবাদ ব্লুজের বিপক্ষে কখনো না খেললেও ঢাকা লিগের অন্যতম সেরা পারফরমার ছিলেন সাজু। সত্তর দশকের প্রায় পুরোটা সময় এবং আশির প্রথমদিকে ঢাকার মরা পিচেও বল হাতে আগুন ঝরাতেন তিনি।

ঢাকার ক্লাব ক্রিকেটে ঐতিহ্যবাহী মোহামেডানের হয়ে ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটিয়েছিলেন মাহমুদুল হাসান সাজু। বেশির ভাগ সময়েই উদ্বোধনী বোলার হিসেবে দাপট দেখিয়েছেন।  

৬ ফুটের ওপরে লম্বা সুঠামদেহী সাজুকে ক্রিকেট অনুরাগী ভক্ত ও তার সমসাময়িকরা ‘গাব্বার সিং’ বলেই ডাকতেন। মুখের ওপর লম্বা গোঁফের কারণেই এই নামে ভূষিত হন তিনি। তার আউটসুইংয়ের সামনে বেসামাল হয়েছেন সে সময়কার প্রায় সব বাঘা বাঘা ব্যাটার।

Link copied!