• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন রোনালদো


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ১১:১৩ এএম
সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন রোনালদো

সুইজারল্যান্ডের জুরিখে সোমবার (১৭ জানুয়ারি) রাতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা আইসিসি-২০২১ সালের বর্ষসেরা খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়। বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় নাম না থাকলেও এ বছর ফিফার বিশেষ পুরস্কার পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

২০২১ সালে ইরানের আলি দাইয়ের করা ১০৯ গোলের রেকর্ড এবার নিজের করে নেন রোনালদো। পর্তুগালের এই ফরোয়ার্ডের মোট গোলসংখ্যা ১১৫। ৩৬ বছর বয়সী এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা বয়সকে স্রেফ সংখ্যা বানিয়ে এখনো গোল করে চলেছেন।

সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের মালিক হওয়ায় ফিফা তাকে বিশেষ পুরস্কার প্রদান করে। পুরস্কার পেয়ে নিজের স্বপ্ন পূরণের আনন্দে ভাসছেন রোনালদো। নিজেকে আরও এগিয়ে নিতে দৃঢ়প্রত্যয়ী এই পর্তুগিজ।

Link copied!