• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

অলিম্পিকে নিখোঁজ উগান্ডার খেলোয়াড়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ০৬:২৪ পিএম
অলিম্পিকে নিখোঁজ উগান্ডার খেলোয়াড়

আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের অলিম্পিক গেমস। কিন্তু এরই মধ্য আলোচনার জন্ম দিয়েছে উগান্ডার এক খেলোয়াড়। 

জাপানে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়েছেন ২০ বছর বয়সী জুলিয়াস সেকিতোলেকো নামে এক খেলোয়াড়। এবারের অলিম্পিকে তিনি ভারোত্তলনে অংশ নেওয়ার জন্য এসেছেন। 

সংবাদ সংস্থা রয়টার্সের জানিয়েছে, পশ্চিম জাপানের একটি প্রশিক্ষণ শিবির থেকে উগান্ডার জাতীয় দলের একজন খেলোয়াড় নিখোঁজ হয়েছেন। পশ্চিম জাপানে পুলিশে তাকে খোঁজে বের করার চেষ্টা করছে। উগান্ডা থেকে আসা দলটি ওই এলাকাতেই অবস্থান করছে।
 

Link copied!