জাতীয় দলে দেশের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন মাশরাফি মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদ। এমনকি মাশরাফির অধিনায়কত্বে খেলেছেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদ। ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকেই দলে নেই মাশরাফি। এবার আসন্ন বিপিএলে হবে তাদের মিলনমেলা, তামিম ইকবালসহ ঢাকার হয়ে মাঠ মাতাবেন তারা। মাশরাফির সঙ্গে খেলাকে উপভোগ করেন রিয়াদ, আজ বিপিএলের ড্রাফট শেষে এমনটাই জানিয়েছেন তিনি।
মাশরাফির সঙ্গে খেলা বা মাশরাফির অধীনে খেলাকে উপভোগ করেন জানিয়ে রিয়াদ বলেন, ‘এটা আমরা সবসময় উপভোগ করি। মাশরাফি ভাইয়ের সঙ্গে খেলা বা উনার অধীনে খেলা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে যেটি হলো, তখনও খুব ভালো সময় আমরা কাটিয়েছি এবং ভালো ক্রিকেটও খেলতে পেরেছি। আশা করি ওইরকম ভালো একটা পরিবেশ যেন এই দলেও তৈরি করতে পারি এবং ভালো ক্রিকেট খেলতে পারি।’
বাংলাদেশ ক্রিকেটের সেরা তিন অভিজ্ঞ ক্রিকেটার খেলবেন একই দলে। তাই ভালো কিছু হবে বলে আশা করেন রিয়াদ। বলেন, ‘সবসময়ই বিশ্বাস ছিল আবার একসঙ্গে খেলতে পারব। আলহামদুলিল্লাহ, আবার একসঙ্গে খেলতে পারছি। তামিমও আমাদের সঙ্গে আছে। অভিজ্ঞ খেলোয়াড়রা আমাদের দলে বেশি। তাই আমি আশা করি, মাঠে যদি এটা কাজে লাগাতে পারি আমাদের ভালো ফলাফল করার সম্ভাবনা আছে এটা বিশ্বাস করি।’
তামিমের সঙ্গে রিয়াদের সম্পর্কে নিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘অনেক কিছুই আমার হাতে নেই। অনেকেই অনেক কিছু ভাবে। আমি সবসময় আমার তরফ থেকে বিশ্বাস করতাম যে বন্ডিং বা রিলেশন সবসময়ই ভালো ছিল।’




































