• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

বাংলাদেশের খেলা দেখতে ওমানে পাপন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০১:২৩ পিএম
বাংলাদেশের খেলা দেখতে ওমানে পাপন

রোববার পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। শক্তি-সামর্থ্যে এই ম্যাচের স্পষ্ট ফেভারিট বাংলাদেশই। 

এদিকে টাইগারদের সমর্থন দিতে প্রথম ম্যাচেই গ্যালারিতে হাজির থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরই মধ্যে ওমান পৌঁছে গেছেন বোর্ড সভাপতি।

বিশ্বকাপের সপ্তম আসরে দলের পাশে থাকতে পাপন প্রথমে যান দুবাইয়ে। আরব আমিরাত থেকে শনিবার (১৬ অক্টোবর) পাপন পাড়ি জমান ওমানে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক আকরাম খান জানিয়েছেন, বিশ্বকাপে টাইগারদের উদ্বোধনী ম্যাচ মাঠে বসে উপভোগ করবেন বিসিবি সভাপতি।

এ দিয়ে আজ জয়ের ব্যাপারে আশাবাদী আকরাম খানও। তবে স্কটল্যান্ডকে মোটেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। আকরাম খানের কথা, “তুলনা করলে স্কটল্যান্ডের চেয়ে আমরা অনেক ভালো দল। কিন্তু যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাট, কোনো দলকে ছোট করে দেখা উচিৎ নয়। প্রস্তুতি ম্যাচ হারায় আমাদের অতি আত্মবিশ্বাস থাকবে না। সেদিক থেকে ভালো। কাল পূর্ণ শক্তির দল নিয়েই দল মাঠে নামবে।”

Link copied!