বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। সম্প্রতি একেবারেই হাসছে না তার ব্যাট। ইংল্যান্ড সফরেও ভুগছেন ভারত অধিনায়ক। সেঞ্চুরি করা যার কাছে সহজ কাজ মনে হয়, তিনি এবার রান করতেই ধুঁকছেন।
সেঞ্চুরি যেন সোনার হরিণ হয়ে গেছে কোহলির জন্য। সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে কলকাতা টেস্টে, তাও ২০১৯ সালে। এরপর ক্রিকেটের তিন সংস্করণের কোথাও তিন অঙ্কের ম্যাজিক নাম্বার আর ছুঁতে পারেননি তার ব্যাট। আর যদি ইনিংসের হিসাব করি তাহলে তা ৫০-এ গিয়ে দাঁড়ায়।
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে সেঞ্চুরির চিন্তাই করতে পারেননি ভারতের কোনো ব্যাটসম্যান। দলীয় রানই তো তিন অংক ছোঁয়নি। অ্যান্ডারসনদের বোলিং তোপে পড়ে ভারত অল আউট হয়েছে মাত্র ৭৮ রানে।
গতকালের আগে আরও ছয় বার অ্যান্ডারসনের বলে আউট হয়েছেন কোহলি। অ্যান্ডারসনের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে উইকেট কিপারের গ্ল্যাভসে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ভারতের অধিনায়ক।
ভারতের এমন দুর্দশার দিনে সুনীল গাভাস্কার অবশ্য দল নয়, কোহলিকে নিয়েই বেশি চিন্তিত। উত্তরসূরিকে এ অবস্থা কাটিয়ে উঠতে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন। আর সে ব্যবস্থার একটি হলো লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের সঙ্গে কথা বলা।
সুনীল গাভাস্কার বলেন, “ওর উচিত খুব দ্রুত শচীন টেন্ডুলকারকে ফোন দেওয়া এবং জিজ্ঞেস করা আমার এখন কী করা উচিত?’
কোহলির আউটের ধরণ দেখে বেশ চিন্তিত গাভাস্কার বলেন, “ব্যাপারটা বেশ দুশ্চিন্তার মনে হচ্ছে। কারণ, তিনি পঞ্চম, ষষ্ঠ, এমনকি সপ্তম স্টাম্পেও আউট হচ্ছে। ২০১৪ সালে তিনি অফ স্টাম্পের বাইরের বলেই বেশি আউট হয়েছেন।”
গাভাস্কারের ধারণা করছেন যে শচীনের সঙ্গে কথা বললেই কোহলি তার সমাধান পেয়ে যাবেন, “তার উচিত শচীন সিডনিতে যা করেছিলেন, তা করা। আর নিজেকে বলা যে আমি কাভার ড্রাইভ খেলব না।”
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতায় আছে। তৃতীয় টেস্ট কি বাঁচাতে পারবে ভারত? তা এখন দেখার পালা।
                
              
																                  
                                                        
                                                        
                                                        
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    


































