• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

মালয়েশিয়াকে ৫৭ রানে গুটিয়ে সহজ লক্ষ্য পাকিস্তানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ১০:৪২ এএম
মালয়েশিয়াকে ৫৭ রানে গুটিয়ে সহজ লক্ষ্য পাকিস্তানের

এশিয়া কাপে সিলেটের আউটার স্টেডিয়ামে দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচে আজ রবিবার (২ অক্টোবর) মুখোমুখি হয়েছে মালয়েশিয়া ও পাকিস্তানের মেয়েরা। পাকিস্তান বোলারদের দাপটে মালয়েশিয়া গুটিয়ে গেছে মাত্র ৫৭ রানেই।

টস জিতে পাকিস্তান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। রানের খাতা খোলার আগেই ওপেনার উইনিফ্রেড ডুরাইজিংগাম আউট হন। দলের ৬ রানে ফেরেন মাশ এলিসা। আরেক ওপেনার ওয়ান জুলিয়া ও মাহিরাহ ইজ্জাতি ইসমাইল দলের হাল ধরার চেষ্টা করেন। তবে দলের ১৯ রানে থামতে হয় জুলিয়াকে। ৮ রানের ব্যবধানে ফেরেন মাহিরাহও। 

দলের ব্যাটিং বিপর্যয়ে বাকি ব্যাটারদের কেউই হাল ধরতে পারেননি। বরং মালয়েশিয়ার শেষদিকের চার ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। দলের সর্বোচ্চ রান আসে এলসা হান্টারের ব্যাট থেকে। তিনি অপরাজিত ২৯ রান করেন। মালয়েশিয়ার ইনিংস গুটিয়ে যায় ৯ উইকেটে ৫৭ রানে।

পাকিস্তানের ওমাইমা সোহাইল ৩ উইকেট লাভ করেন। এছাড়া, তুবা হাসান দুইটি উইকেট লাভ করেন। একটি করে উইকেট পান ডিয়ানা ও সাদিয়া ইকবাল। 

Link copied!