• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

‍‍‘হোম অ্যাডভান্টেজ‍‍’ নিতে চান আকরাম খান 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০৪:৩৫ পিএম
‍‍‘হোম অ্যাডভান্টেজ‍‍’ নিতে চান আকরাম খান 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজ দেশেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের বাইরে (সংযুক্ত আরব আমিরাতে) হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। বিশ্বকাপের আগে নিজের মাঠে খেলে বৈশ্বিক আসরে কি বাংলাদেশ ভালো করতে পারবে তা এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। 

সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজে ৫ ম্যাচের টি-টোয়েন্টির ৪টি তেই জিতেছে টাইগাররা। অবশ্য কোন ম্যাচেই দেখা যায়নি টি-টোয়েন্টির আমেজ। মিরপুরের লো আর স্লো উইকেটে খেলতে হিমশিম খেয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের ব্যাটসম্যানরা যে খুব একটা ভালো করেছে তা নয়। 

দুই মাস পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকা স্বত্বেও টাইগাররা কেন স্পোর্টিং উইকেটে খেলছেনা। এছাড়া উইকেট নিয়ে বিভিন্ন মন্তব্যর উত্তর দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। 

শনিবার (২১ আগস্ট) মিরপুরে সাংবাদিকদের আকরাম খান বলেন, ‘আমরা বলি না আমাদের এমন উইকেট দাও। উইকেট যেমনই হয় আমরা সেখানেই খেলি। এখানে (মিরপুর) হোম অ্যাডভান্টেজ পাওয়া যায়। যে দেশেই খেলা হোক, হোম অ্যাডভান্টেজ সেই দেশের খেলোয়াড়রা নেয়। বাংলাদেশের খেলোয়াড়রা এই উইকেটে বেশি খেলেছে, অ্যাডভান্টেজ তো থাকবেই।’

আগামী ২৪ আগস্ট পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ১ সেপ্টেম্বর শুরু হয়ে ১০ সেপ্টেম্বর শেষ হবে ক্রিকেটের ছোট সংস্করণের জমজমাট লড়াই। বাকি ম্যাচগুলো হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। পাঁচ ম্যাচের সব কটি হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 

Link copied!