• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

সেঞ্চুরির পর স্ত্রীকে ধন্যবাদ জানালেন কোহলি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২, ১১:২৭ এএম
সেঞ্চুরির পর স্ত্রীকে ধন্যবাদ জানালেন কোহলি

ভারতের ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলির ২০২১ সাল কেটেছে ব্যাটিং খরায়। সেঞ্চুরি তো দূরের কথা, ইনিংস বড় করতেও পারছিলেন না। ২০১৯ সালে শেষ দেখা পেয়েছেন সেঞ্চুরির। দীর্ঘ খরা কাটিয়ে অবশেষে তিনি ফিরেছেন স্বরূপে। ৩৪ মাস পর পেয়েছেন সেঞ্চুরির দেখা।

এশিয়া কাপে বিরাটের ব্যাট থেকে এর আগে এসেছে দুটি হাফসেঞ্চুরি। অবশেষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে এসেছে কাঙ্ক্ষিত সেঞ্চুরিও। কোহলির অপরাজিত ১২২ রানে ভর করে ২১২ রানের বড় স্কোর করে ভারত। বোলারদের দাপটে ১০১ রানের বড় জয় পায় তারা। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপ থেকে আগেই ছিটকে গেছে কোহলিরা।

সেঞ্চুরির পর কোহলি তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও মেয়ে ভামিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনুশকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোহলির উদযাপনের ছবি পোস্ট করে লেখেন, ‘তোমার সঙ্গে সব সময়, সবকিছুর মধ্যে পাশে থাকব।‍‍’

৭১টি আন্তর্জাতিক শতরানের মালিক কোহলি ম্যাচ শেষে বলেন, ‘অনেক গুঞ্জনই চলছিল। ফিরে আসার জন্য চেষ্টা করেছি। সবাই সহযোগিতা করেছে। বাইরে থেকে অনেকেই অনেক কথা বলেছে, পাত্তা দিইনি। আমাকে আমার সুবিধামতোই খেলতে বলা হয়েছে। সেঞ্চুরির পর আংটিতে চুমু খেয়েছি। কারণ, আমার দুঃসময়ে একটা মানুষই পাশে ছিল। তিনি আমার স্ত্রী আনুশকা শর্মা। এই শতরান সবার আগে আমি আমার স্ত্রী  ও মেয়ে ভামিকাকে উৎসর্গ করছি।‍‍`

Link copied!