উইকেট খোয়ানোয় আফসোস কোহলির কণ্ঠে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ১২:১০ পিএম
উইকেট খোয়ানোয় আফসোস কোহলির কণ্ঠে

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রান সাবেক অধিনায়ক বিরাট কোহলির। ব্যাট হাতে ৪৪ বলে ৬০ রান করেছেন এই ব্যাটিং জিনিয়াস। তবুও দলের হার এড়াতে পারেননি। মাত্র ১ বল হাতে রেখেই ৫ উইকেটে ম্যাচ জয় করে নেয় পাকিস্তান। 


ম্যাচ হাতছাড়া হওয়ায় নিজেদের দুষছেন না কোহলি। বরং তার মতে, পাকিস্তানি ব্যাটাররা দুর্দান্ত খেলেছে। বিশেষ করে মোহাম্মদ নেওয়াজের ২০ বলে ৪২ রানের ইনিংস ভারত-পাকিস্তানের পার্থক্য গড়ে দেয়। এছাড়া মোহাম্মদ রিজওয়ানের সাথে নেওয়াজের পার্টনারশিপও পাকিস্তানের জয়ে অবদান রাখে। তবে কোহলির আফসোস উইকেট খোয়ানোয়। ইনিংসের মাঝে উইকেট খুইয়ে রানের গতি কমে যায় তাদের।


কোহলি বলেন, ‍‍`মাঝের ওভারগুলোতে আমরা বেশ কিছু উইকেট হারাই। আমাদের হাতে আরও ২টি উইকেট থাকলে রান আরও ২০/২৫ বেশি হতে পারত।‍‍`


ম্যাচের গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে ক্যাচ ধরতে ব্যর্থ হন অর্শ্বদ্বীপ সিংহ। এ নিয়ে নেটিজেনরা ক্রিকেটারের সমালোচনা করছেন। কোহলি তার পাশেও দাঁড়িয়েছেন। তার মতে, এমন হাই ভোল্টেজ ম্যাচের উত্তেজনায় এরকম ভুল হতে পারে। তাই বলে খেলোয়াড়কে খলনায়ক ভাবার কিছু নেই।

 
কোহলি বলেন, ‍‍`এটা বড় ম্যাচ, কঠিন পরিস্থিতি। এরকম পরিস্থিতিতে খেলোয়াড়রা চাপের মুখে থাকে। সুতরাং ভুল হতে পারে। তবে আমাদের দলের পরিবেশ এখন ভালো। আমরা আবার নতুন উদ্যমে ফিরে আসব।‍‍` 

 

Link copied!