পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতী এলাকার কাউয়ার চর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় জেলেদের চোখে পড়লে মরদেহ ভেসে ওঠার বিষয়টি জানাজানি হয়। সাগরে জেলেরা মাছ ধরতে জাল ফেলেছিলেন। সেই জাল তুলতে গিয়ে সাগরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান বলে জানিয়েছেন জেলেরা।
মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে নিহতের বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের সময় তার পরনে জলপাই রঙের হাফপ্যান্ট ছিল।
স্থানীয় জেলে রহিম মিয়া বলেন, সকালে জাল তুলতে গিয়ে সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পাই। পরে বিষয়টি পুলিশকে জানালে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি সমুদ্রে ভেসে এসে চরে আটকে ছিল।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, মরদেহটি থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য এর আগে গত এর আগে ২৩ আগস্ট কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন গঙ্গামতি এলাকায় লাল কম্বল মোড়ানো এক ব্যক্তির মরদেহ ভেসে আসে। ঘটনার তিনদিনের মাথায় ২৬ আগস্ট কুয়াকাটা উপকূলের চর ধূলাসার সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ মঙ্গলবার আরও একটি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































