‘সিরিয়ালে অভিনয় করি, তাই তিন-চারটা বিয়ে করতে পারি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৭:২১ পিএম
‘সিরিয়ালে অভিনয় করি, তাই তিন-চারটা বিয়ে করতে পারি’

অভিনেত্রী মেঘনা হালদার। তাকে মূলত খলনায়িকার চরিত্রে দেখেই অভ্যস্ত দর্শক। সিরিয়ালে অভিনয় ছাড়াও বিভিন্ন জায়গায় ‘মাচা’ অনুষ্ঠান করতে যান মেঘনা। স্বাধীনতা দিবসের সময় একটি জায়গায় গিয়েছিলেন তিনি।

সেই অনুষ্ঠানের মঞ্চে মেঘনার কিছু মন্তব্য এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা ঘিরে শুরু হয়েছে তোলপাড়।
 
মঞ্চে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘আমরা ধারাবাহিকে অভিনয় করি। তাই তিন-চারটা বিয়ে করতে পারি। আপনাদের সন্ধানে ভালো পাত্র আছে? একটা বাংলো চাই, মার্সিডিজ গাড়ি চাই আর পাঁচ কোটি টাকা—ব্যস, এটুকুই।’
 
অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। একের পর এক নেতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে অনুরাগী ও নেটিজেনদের। একজন মন্তব্য করেছেন, ‘৩০০ টাকায় আপনার মতো অভিনেত্রী পাওয়া যায়।’ আবার একজন লিখেছেন, ‘আপনার এই ধরনের কথা ভরা মঞ্চে বলতে একটু অস্বস্তি হলো না?’ যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
 
২০২৪ সালে অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে ‘মি টু’ অভিযোগ করেছিলেন মেঘনা। তার অভিযোগ, বলিউডে পা রেখেই হতে হয়েছিল হেনস্তার শিকার। জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজপাল যাদব নাকি মেঘনার ঊরুতে হাত দিয়ে বসেন। তবে ছেড়ে দেওয়ার পাত্রী নন মেঘনা। সপাটে চড় কষিয়ে দেন রাজপালের গালে! সেই ঘটনা এখনো তার স্মৃতিতে টাটকা।

এত বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন, নানা অভিজ্ঞতার সাক্ষী তিনি। তবু কোনো আক্ষেপ নেই তার। বরং যা পেয়েছেন তা-ই অনেক তার কাছে। অভিনয়ের পাশপাশি উদ্যোক্তা হিসেবেও নামডাক আছে মেঘনার। অভিনেত্রী হওয়ার পাশপাশি ইন্টেরিয়র ডিজাইনার তিনি।

Link copied!