২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমেই দর্শক প্রথম তাকে টিভিপর্দায় দেখেন। বিজ্ঞাপনের পর মাসুদ মহিউদ্দিন পরিচালিত ‘আগুন পোকা’ নাটকে প্রথম অভিনয় করেন।
 
সেমন্তীর ইচ্ছা ছিল বিদেশি ছেলে বিয়ে করার। নিজের মুখেই এমনটা জানিয়েছেন এ অভিনেত্রী।
তবে এখন তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, বিদেশি ছেলের সঙ্গে আসলে মনের মতো সংযোগ থাকে না। যতই ইংরেজিতে কথা বলি না কেন, বাংলা ভাষায় কথা বলার যে মজা, তা সেখানে পাওয়া যায় না। সব অনুভূতি ভাগ করা যায় না।
অভিনেত্রী জানান, আগামী বছর তিনি বিয়ে করার পরিকল্পনা করছেন। তার পছন্দ এখন দেশি ছেলে। তিনি বলেন, ‘আমার পছন্দ দেশি ছেলে। একটা ভালো দেশি ছেলে দেখে বিয়ে করে ফেলব, আপনারা সবাই দাওয়াত খাবেন।’
 
এর আগে একবার বিয়ে নিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘২০২৫ বা ২০২৬ সালে বিয়ের ইচ্ছা আছে। তবে এখনো মনের মতো পাত্র পাইনি।’
কেমন পাত্র চান- এমন প্রশ্নের জবাবে সৌমি বলেছিলেন, ‘এমন ছেলে যার পার্সোনালিটি ভালো, ভালোবাসবে, একটু কেয়ারিং। একটা মেয়ে আসলে এর চেয়ে বেশি কী চায়?’
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    































