• ঢাকা
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৮ সফর ১৪৪৬

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৫:৩৬ পিএম
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাহমুদ উল্লাহ । সিরিজে ৩-১ এ এগিয়ে রয়েছে বাংলাদেশ।

এই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন তরুণ অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি ও পেসার শরিফুল ইসলাম। একাদশে সুযোগ পেয়েছেন দুই অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ সাইফউদ্দিন। 

একনজরে দুই দলের একাদশ 

বাংলাদেশ : নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া : অ্যালেক্স ক্যারি, ব্যান ম্যাকডারমট, মিচেল মার্শ, মইসেস হ্যানরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, অ্যাডাম জাম্পা, মিচেল সোয়েপসন, নাথান এলিস।
   
এর আগে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া হেরেছে ২৩ রান। তাও মাত্র ১৩১ রান তাড়া করতে নেমে। সে ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে দ্যুতি ছড়ান সাকিব, নাঈম ও আফিফ। আর বোলিংয়ে নাসুম নিয়েছেন ৪ উইকেট। অজিদের হয়ে সর্বোচ্চ রান করেন মিচেল মার্শ। 

দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখে টাইগাররা। টসে জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১২১ রান করতে পারে অজিরা। এ ম্যাচেও সর্বোচ্চ রান করেন মিচেল মার্শ। তবে জয়ের লক্ষ্য ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখেই লক্ষ্য পৌঁছায় বাংলাদেশ। ফলে জয় পায় ৫ উইকেটের। 

সিরিজ জয়ের লক্ষ্য তৃতীয় ম্যাচেও অজিদের জয় বঞ্চিত করে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে ১২৭ রানের পুঁজি পায় টাইগাররা। জয়ের লক্ষ্য ব্যাট করতে নেমে ১১৭ রানে থামে অজিদের ইনিংস। বাংলাদেশ পায় মাত্র ১০ রানের জয়। 

সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশের দেওয়া ১০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া। ৬ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় সফরকারী দলটি। অজিদের হয়ে সর্বোচ্চ ১৫ বলে ৩৯ রান করেন ড্যান ক্রিস্টিয়ান।

আজ সিরিজের পঞ্চম ম্যাচেও কি জয় পাবে বাংলাদেশ?

আজ সিরিজের চতুর্থ ম্যাচেও জয়ের ধারা বজায় রাখবে বাংলাদেশ এমনটাই আশা টাইগার ভক্তদের।

Link copied!