• ঢাকা
  • শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২, ১৫ সফর ১৪৪৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে বোলিংয়ে পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ০৪:০৩ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে বোলিংয়ে পাকিস্তান
ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক পাকিস্তান। 

মঙ্গলবার (২৯ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।

টেস্ট সিরিজে প্রথম দুই টেস্টে ড্র হলেও সিরিজ নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১১৫ রানের ব্যবধানে হেরে গেছে স্বাগতিকরা। এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাবর আজমের দল। 

অন্যদিকে আইপিএলের কারণে অস্ট্রেলিয়ার দলের বেশকিছু খেলোয়াড় ছুটিতে রয়েছে। এছাড়া ইনজুরিতে পড়ে একাদশে তার থাকা হচ্ছে না মিচেল মার্শের। সিরিজ থেকে ছিটকে পড়ার আশঙ্কাও রয়েছে তার।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ ও জাহিদ মাহমুদ। 

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ট্র্যাভিস হেড, বেন ম্যাকডারমট, মারনাস লাবুশেন, মার্কাস স্টয়নিস, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি (উইকেটকিপার), শন অ্যাবট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও মিচেল সুইপসন। 

Link copied!