গ্রানাডার সেন্ট জর্জে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে হার দেখছে ইংল্যান্ড। দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে ১০৩ রান। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে তারা এগিয়ে আছে মাত্র ১০ রানে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২০৪ রানে অল আউট হয়েছিল জো রুটের দল। অন্যদিকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করেছিল ২৯৭ রান।
টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। মাত্র ২৩ রানেই প্রথম উইকেট হারায় ইংলিশরা। ৬ রানের ব্যবধানে অধিনায়ক জো রুট ফিরে যান। দলের ৫৩ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা।
দলের ব্যাটিং বিপর্যয়ে ক্রিস ওয়াকসের ২৫ রান দলকে খানিকটা উজ্জীবিত করে। তবে শেষদিকে জ্যাক লিস ও সাকিব মাহমুদ দলকে ২০০ রান পার করান। জ্যাক ৪১ ও সাকিব ৪৯ রান করেন। দলের ইনিংস থামে ২০৪ রানে।
জবাবে ব্যাট করতে নেমে বেশ ভালো শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দলের ৫০ রানে প্রথম উইকেটের পতন ঘটে তাদের। তবে প্রথম উইকেট হারানোর অল্প রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। এর মধ্যে সর্বোচ্চ রান আসে জন ক্যাম্ববেলের (৩৫) ব্যাট থেকে।
জাসুয়া দা সিলভার শতরানে ওয়েস্ট ইন্ডিজের রান টপকে যায় ইংলিশদের রানকে। এছাড়া আলজারি জোসেফ ২৮ ও কেমার রোচ ২৫ রান করেন। উইন্ডিজের প্রথম ইনিংস থামে ২৯৭ রানে।
দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। মাত্র ১৪ রানে প্রথম উইকেট হারায় তারা। ওপেনার অ্যালেক্স লিস ৩১ রান ও জনি বেয়ারস্টো ২২ রান করেন। এছাড়া বাকি ব্যাটারদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৮ উইকেট হারিয়ে ১০৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবে ইংল্যান্ড।




































