বাংলাদেশ ক্রিকেট লিগের চলতি মৌসুমে ডাবল সেঞ্চুরি করেছেন ডানহাতি তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। বিসিএলে নিজের প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে পরিণত করেছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। চট্টগ্রামে বিসিবি দক্ষিণাঞ্চলের হয়ে খেলছেন তিনি।
বিসিএলে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিনে ১৫৯ রানে অপরাজিত ছিলেন হৃদয়। প্রথম শ্রেনীর ক্রিকেটে এটিই ছিল তার প্রথম সেঞ্চুরি। ম্যাচের চতুর্থ দিনে দুর্দান্ত ব্যাট করে সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরিও করে ফেলেন তিনি।
ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করতে ৩৭৪টি বল খেলেছেন হৃদয়। মাইলফলক স্পর্শের পর অবশ্য বেশীদূর আগাতে পারেননি তিনি। সানজামুল ইসলামের বলে ঘরোটা ক্রিকেটের পরিচিত মুখ মার্শাল আইয়ুবের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। তার আগে করেছেন ক্যারিয়ার সেরা ২১৭ রানের ইনিংস। এই ইনিংস খেলতে ১৬টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিনের ১ম সেশন শেষে)
বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস : ৩৮৫/১০ (১৩৮.৪ ওভার)
নাঈম ১৩৭, অঙ্কন ৭৬, শরীফউল্লাহ ৫৬
নাসুম ১২৬/৬, নাহিদুল ৩১/২, মেহেদী ৬৩/২
বিসিবি দক্ষিণাঞ্চল ১ম ইনিংস : ৪৫৭/৫ (১৬২.১ ওভার)
হৃদয় ২১০*, অমিত ১৩১, নাহিদুল ৪১, জাকির ২২
শফিকুল ৫১/১, নোমান ৫৮/১




































