• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

রাতে বাংলাদেশে আসছে পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ০৩:৪১ পিএম
রাতে বাংলাদেশে আসছে পাকিস্তান

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলেও সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বাদ পড়েছে পাকিস্তান। তবে বিশ্বকাপ শেষ হয়ে গেলেও কোনো অবসর পাচ্ছেন না বাবর আজমরা। কারণ, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে পাকিস্তান দল। পাকিস্তানের পুরো দল বাংলাদেশে এলেও দুই দিন পরে আসবেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। 

১৯ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের সব কটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দুই টেস্টের একটি টেস্ট হবে চট্রগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ও একটি হবে মিরপুরে। 

ঘরের মাঠে দুর্দান্ত খেললেও বিশ্বকাপে নিজেদের হারিয়ে খুঁজেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের সব কটি তো হেরেছেই, সঙ্গে যোগ হয়েছে লজ্জার কিছু রেকর্ড। তাই ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগাররা নিজেদের সান্ত্বনা খোঁজার চেষ্টা করবে। 

পাকিস্তানের স্কোয়াড়

শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দোহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।

Link copied!