• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘য পলায়তি, স জীবতি’


আলী রীয়াজ
প্রকাশিত: জুলাই ১৩, ২০২২, ০২:১২ পিএম
‘য পলায়তি, স জীবতি’

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ থেকে পালিয়ে গেছেন। কয়েক দিন ধরেই তিনি পালানোর চেষ্টা করছিলেন। সোমবার কলম্বো বিমানবন্দরে তিনি ও তাঁর পরিবারের ১৫ জন সদস্য বিমানে আরোহণের চেষ্টা করলে ইমিগ্রেশনের কর্মকর্তারা তাতে বাদ সাধেন। তাঁদের যাওয়া হয়নি। তারপর সেখান থেকে তিনি ও তাঁর পরিবার সামরিক ঘাঁটিতে ফিরে যান। শেষ পর্যন্ত বিমানবাহিনীর একটি বিমানে করে তিনি ও তার স্ত্রী দুজন দেহরক্ষী নিয়ে মালদ্বীপে পালিয়ে যান।

জনরোষের মুখে কর্তৃত্ববাদী শাসকদের দেশ থেকে পালিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এর অসংখ্য উদাহরণ আছে। অন্য ক্ষেত্রে যেমন ঘটে, তেমনি ঘটেছে এই ক্ষেত্রেও—পালানোর সময় তিনি পালিয়েছেন সস্ত্রীক, চেষ্টা করেছেন সপরিবারে। এটাই হচ্ছে দেখার বিষয়।

যারা শেষ দিন পর্যন্ত রাজাপক্ষের পরিবারের কর্তৃত্ববাদী শাসনকে সমর্থন করেছেন, তাঁর নামে জয়ধ্বনি দিয়েছেন, মানুষের অধিকার কেড়ে নেওয়ার বৈধতা দিতে প্রাণপাত করেছেন, তাঁদের কেউই তাঁর সঙ্গী হবার সুযোগ পায়নি।

য পলায়তি, স জীবতি—শেষ বিচারে সেটাই সত্য হয়ে উঠল।
 

সামাজিক যোগাযোগ বিভাগের আরো খবর

Link copied!