• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

অ্যাকাউন্ট শেয়ার সীমিত করল নেটফ্লিক্স


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৮:০০ পিএম
অ্যাকাউন্ট শেয়ার সীমিত করল নেটফ্লিক্স

আধুনিক যুগে ডিজিটাল মাধ্যমে বিনোদনের অন্যতম মাধ্যম নেটফ্লিক্স। হলিউড, বলিউডের সিনেমা থেকে শুরু করে টিভি সিরিজ আর ডকুমেন্টারি সবই দেখা যায় নেটফ্লিক্সের অ্যাপে। তাই অনেক বাসাবাড়িতেই টেলিভিশন চ্যানেলের স্থান দখল করে নিয়েছে এই অনলাইন মাধ্যম।

শুরু থেকেই নেটফ্লিক্সের একটি অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক গ্রাহক ভিডিও কনটেন্ট দেখতে পারতেন। তবে সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের অ্যাপে যুক্ত করছে নতুন এক ফিচার। এর ফলে অনুমোদিত অ্যাকাউন্ট ছাড়া কেউ নেটফ্লিক্স ব্যবহার করলে গুণতে হবে বাড়তি খরচ।

নতুন ফিচার সম্পর্কে নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানায়, বর্তমানে একজনের অ্যাকাউন্ট দিয়ে যে কেউ নেটফ্লিক্স ব্যবহার করতে পারে। এবার এই সুবিধা সীমিত করা হচ্ছে।

এখন থেকে দুজন ব্যবহারকারী একই বাসায় অবস্থান না করলে একটি অ্যাকাউন্ট শেয়ার করা যাবে না। অননুমোদিত পাসওয়ার্ড শেয়ারও বন্ধ করে দেওয়া হবে।

ভিন্ন স্থানে অবস্থান করা দুজন একই অ্যাকাউন্ট ব্যবহারের করতে পারবেন। তবে সেক্ষেত্রে দুজনের অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হবে।

প্রতিষ্ঠানটির পণ্য বিপণন বিভাগের পরিচালক চেংয়া লং বলেন, “নেটফ্লিক্সের এখন অনেক জনপ্রিয়। তবে গ্রাহকদের অ্যাকাউন্ট শেয়ারের কারণে আমাদের বেশ বিড়ম্বনায় পড়েত হয়। এটা আমাদের ব্যবসার ওপর প্রভাব ফেলছে।'”

লং জানান, যেসব ব্যবহারকারী একই বাসায় বসবাস করেন তারা একটি অ্যাকাউন্ট শেয়ার করলেও আলাদা প্রোফাইল তৈরি করতে পারবে। এতে একসঙ্গে অনেকের নেটফ্লিক্স দেখার সুযোগ হবে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রাথমিকভাবে এই নতুন ফিচার চালু হচ্ছে তিন দেশে। এক অ্যাকাউন্টের জন্য কোস্টারিকায় প্রতি মাসে দিতে হবে ৩ ডলার, পেরুতে দিতে ২ দশমিক ১২ ডলার ও চিলিতে নির্ধারণ করা হয়েছে ৩ ডলার।

আগামীতে অন্যন্য দেশেও এই ফিচার চালু হবে। তবে এর জন্য একেক দেশে একেক রকম মূল্য তালিকা নির্ধারণ করা হবে।

 

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!