• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

ডেইরি আইকন ২০২২ নির্বাচিত হয়েছে এফআর এগ্রো ফার্ম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২, ২০২৩, ১২:৩২ পিএম
ডেইরি আইকন ২০২২ নির্বাচিত হয়েছে এফআর এগ্রো ফার্ম

ডেইরি আইকন ২০২২ নির্বাচিত হয়েছে কুমিল্লার ঐতিহ্যবাহী এফআর এগ্রো ফার্ম। বৃহস্পতিবার (১ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিষ্ঠানটিকে সম্মাননা প্রদান করা হয়।

চল্লিশটি গরু নিয়ে কুমিল্লার আদর্শ শহর উপজেলার রঘুনাথপুরে ২০১৭ প্রতিষ্ঠিত হয় এফআর এগ্রো ফার্মের। এর প্রধান উদ্দেশ্য গুণগত মানের দুধ উৎপাদন করা এবং তা প্রয়োজনীয় জনগোষ্ঠীর মধ্যে সরবরাহ করে দুধের চাহিদা মেটানো।

গরু উৎপাদনের পাশাপাশি নিজেদের ফার্মে উৎপাদিত গরুর দুধ শহরের বিভিন্ন মিষ্টির দোকানে বিতরণ করে থাকে ফর্মটি।

শুরুতে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হলেও বর্তমানে পর্যাপ্ত গরু, শেড, যোগ্যকর্মী, প্রযুক্তি ফার্মকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

এফআর এগ্রো ফার্ম গ্রিন ইকোনমি ধারণায় বিশ্বাসী। গ্রিন ইকোনোমির ধারণাকে বজায় রেখে গরু লালন পালন করা হয় এখানে। পর্যাপ্ত আলো বাতাস এবং প্রয়োজনীয় উন্নত ব্যবস্থাপনা রয়েছে। গোখাদ্য হিসেবে ব্যবহার করা হয় প্রাকৃতিক উপাদান।

Link copied!