করোনাভাইরাস পরিস্থিতিতে বিপর্যস্ত স্বল্প আয়ের ক্ষুধার্ত মানুষগুলোর দৈন্যপ্রবণ জীবনের কষ্ট লাঘবে খাবার বিতরণ করে এক্স নটর ডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ইএনডব্লিউএফ)।
শুক্রবার (৩০ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম চলে।
এই সময় বস্তি এলাকা, আশপাশে বসবাসরত স্বল্প আয়ের শত শত মানুষের মধ্যে খাবার পৌঁছে দেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। নটর ডেমিয়ান্স ফাউন্ডেশনের এই কার্যক্রমে সহায়তা করেছে রোটারি ক্লাব অব মতিঝিল এবং রোটারেক্ট ক্লাব অব নটর ডেম কলেজ।
খাবার বিতরণ কাজে অংশ নিয়ে বক্তারা বলেন, করোনা দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ জীবনধারা। প্রাণঘাতী এ ভাইরাস সংক্রমণের মাত্রায় যতটা দুর্বিষহ করছে জনজীবন, তার চেয়ে অনেক বেশি নেতিবাচক প্রভাব ফেলছে নিম্ন আয়ের মানুষগুলোর আর্থিক সংগতিতে। অনেকেরই কাজ নেই, অর্থ নেই, ঘরে খাবার নেই।
এক্স নটর ডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাবার বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে উদ্বোধনী বক্তব্যে নটর ডেম কলেজ, ঢাকার অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও সাহায্য দেওয়ার এই ধরনের সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য কলেজের পক্ষ থেকে উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
ফাদার হেমন্ত পিউস রোজারিও আশা করে বলেন, ‘এই ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, যাতে অন্তত কিছু হলেও আমরা আমাদের স্বল্প আয়ের ভাইবোনদের সঙ্গে একাত্ম হয়ে এই করোনা মহামারি সবাই মিলে অতিক্রম করতে পারব।’ তিনি আরও বলেন, ‘মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের সবার প্রার্থনা থাকবে যাতে আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি এবং মহামারি থেকে সুরক্ষা পাই।’
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি দলিলুর রহমান, সাধারণ সম্পাদক মতিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের শাহিন, অর্থ সম্পাদক আসিফুর রহমান, নির্বাহী সদস্য সালেহ আহমেদ, রোটারি ক্লাব মতিঝিলের বর্তমান সভাপতি মহিবুল্লাহ খান মামুন এবং রোটারেক্ট ক্লাব নটর ডেম কলেজের প্রতিনিধিরা।