দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মিলিত হল সম্মেলন। রোববার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় এই হল সম্মেলন শুরু হয়। করোনা সংক্রমণের কারণে টিএসসির ভেতরের মাঠে সীমিত পরিসরে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উৎসবের রঙে সেজে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির প্রাঙ্গণ। সকাল থেকেই ছাত্রলীগ কর্মীদের উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়েই কেটেছে দিনটি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছবিগুলো তুলেছেন সাবরিনা মুন্নী।